বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রাথমিকে শিক্ষক বদলি : অনলাইন আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ৮ সেপ্টেম্বর ২০২২

প্রাথমিকে শিক্ষক বদলি : অনলাইন আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর

ছবি সংগৃহীত

করোনাভাইরাসের কারণে প্রায় তিন বছর ধরে শিক্ষক বদলি কার্যক্রম বন্ধ থাকার পরে আবারও

অনলাইনের মাধ্যমে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির আবেদন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। এটি চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

বুধবার ( সেপ্টেম্বর) প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২২ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে সচিব কথা বলেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী এর আগে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলি কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে সম্পন্ন করা হবে ঘোষণা দিয়েছিল সরকার।

সে অনুযায়ী সফটওয়্যারে শিক্ষক বদলি কার্যক্রমের পাইলটিং কাজের সমাপ্তি হয়েছে। আগস্ট থেকে শিক্ষক বদলির আবেদন শুরু হওয়ার কথা থাকলেও এক মাস পিছিয়ে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়