শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এসএসসি পরীক্ষা: টানা তিন সপ্তাহ বন্ধ থাকবে কোচিং সেন্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৩, ১২ জুন ২০২২

এসএসসি পরীক্ষা: টানা তিন সপ্তাহ বন্ধ থাকবে কোচিং সেন্টার

ছবি: সংগৃহীত

আগামী ১৫ জুন থেকে পরবর্তী তিন সপ্তাহ এসএসসি ও সমমান পরীক্ষার জন্য দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

পরীক্ষা সংক্রান্ত জাতীয় মনিটরিং আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে রোববার (১২ জুন) তিনি কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলোকে নজরদারির আওতায় আনা হবে। এমনিতে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকে। তবে যারা গোপনে খোলা রাখেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোচিং সেন্টার স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর তা আমরা বলছি না। সব শিক্ষার্থীর মেধা এক থাকে না। অনেক শিক্ষার্থীর ক্লাসের বাইরে সহযোগিতা প্রয়োজন। শ্রেণিকক্ষে যাদের সব চাহিদা মেটানো সম্ভব হয় না তাদের জন্য কোচিং প্রয়োজন রয়েছে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়