শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারের নিচে

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ১ ডিসেম্বর ২০২২

রিজার্ভ এখন ৩৪ বিলিয়ন ডলারের নিচে

ছবি সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৪ বিলিয়নের নিচে নেমেছে। বুধবার (৩০ নভেম্বর) রিজার্ভ থেকে কোটি ১০ লাখ ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর দিন শেষে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৬ বিলিয়ন বা হাজার ৩৮৬ কোটি ডলার।

চলতি ২০২২-২৩ অর্থবছরে এখন পর্যন্ত রিজার্ভ থেকে ৬০০ কোটি ডলারের বেশি বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত জ্বালানি, কীটনাশক খাদ্য আমদানির জন্যই রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। রিজার্ভ থেকে আজ যে ডলার বিক্রি করা হয়েছে, তাতে প্রতি ডলারের দাম ধরা হয়েছে ৯৮ টাকা।

প্রসঙ্গত, ডলার সংকটের কারণে গত ১৫ মাস ধরে কমছে রিজার্ভ। গত বছরের আগস্টে রিজার্ভ ৪৮ বিলিয়ন বা হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছিল। আমদানি দায় মেটাতে ডলার বিক্রির কারণে তা কমে এখন ৩৪ বিলিয়নের নিচে নেমেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়