মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সরকার নিজেই জ্বালানির দাম বাড়াতে-কমাতে পারবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ২৮ নভেম্বর ২০২২

সরকার নিজেই জ্বালানির দাম বাড়াতে-কমাতে পারবে

ছবি সংগৃহীত

বিশেষ পরিস্থিতিতে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত সরকার নিজেই নিতে পারবে। অর্থাৎ, সরকার নিজেই জ্বালানির দাম বাড়াতে-কমাতে পারবে। সরকারের জ্বালানি বিভাগ থেকে পাঠানো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইন, ২০২২-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রস্তাব অনুমোদনের বিষয়টি সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিষয়টি উত্থাপন করা হলে অনুমোদন পায়।

বিদ্যমান আইনে বিদ্যুৎ, গ্যাস জ্বালানির দাম বিইআরসি ৯০ দিন সময় নিয়ে নির্ধারণ করে। এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় ক্ষমতা নিজের হাতে নেওয়ার উদ্যোগ নিল সরকার। যদিও এর আগে বিদ্যমান আইনের লঙ্ঘন ঘটিয়ে মূল্য নির্ধারণ করেছে সরকার, এমন অভিযোগ রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়