শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আবারও বাড়ল এলপিজির দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২২

আবারও বাড়ল এলপিজির দাম

ছবি সংগৃহীত

চলতি মাসে আবারও গ্রাহক পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হলো। নতুন করে ১২ কেজি এলপিজির মূল্য হাজার ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসের চেয়ে যা ১৬ টাকা বেশি।

বুধবার ( সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষণা দিয়েছে। এদিন থেকেই তা কার্যকর হবে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। প্রতি মাসে দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরামকো। সিপি নামে তা পরিচিত। একে ভিত্তিমূল্য ধরে প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ধার্য করে বিইআরসি।

এর আগে আগস্ট ওই মাসের জন্য এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমায় বিইআরসি। আন্তর্জাতিক বাজারে দর হ্রাস হওয়ায় সে সিদ্ধান্ত নেয়া হয়। সেসময় যার মূল্য দাঁড়ায় হাজার ২১৯ টাকা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়