শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহারের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৩, ১০ নভেম্বর ২০২৪

নিখোঁজের ৭ দিন পর শিশু মুনতাহারের মরদেহ উদ্ধার

ছবিঃসংগৃহীত

সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়ার ৭ দিন পর নিজ বাড়ির পুকুরে মিললো নিখোঁজ শিশু মুনতাহা আক্তার জেরিনের নিথর দেহ। পুলিশ আজ রোববার (১০ নভেম্বর) ভোরে ৫ বছরের মুনতাহার মরদেহ উদ্ধার করে।

লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন মুনতাহার দাদা মোহাম্মদ ছালিক মিয়া ।

মুনতাহা গত বুধবার (৩ নভম্বের) বিকাল থেকে নিখোঁজ ছিল। সে উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের মো. শামীম আহমদের কন্যা।

কানাইঘাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে কানাইঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল আওয়ালের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ ঘটনায় প্রতিবেশি এক মা-মেয়েকে আটক করা হয়েছে।

শিশু মুনতাহার পরিবারের দাবি, মুনতাহারকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এই ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছিল। অপহরণকারীকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পরিবার।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়