শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৬ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কিশোরগঞ্জে ৩ লাখ মানুষ পানিবন্দি

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১২:৪৬, ২২ জুন ২০২২

কিশোরগঞ্জে ৩ লাখ মানুষ পানিবন্দি

ফাইল ছবি

টানা বৃষ্টি এবং উজানের ঢলে কিশোরগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত জেলার ১১ উপজেলার প্রায় লাখ মানুষ পানিবন্দি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেছেন, বুধবার (২২ জুন) জেলার ধনু নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার কালনীর ১৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, জেলার ২৫৪ আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে প্রায় ১২ হাজার বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে। বানের পানিতে ভেসে গেছে ৭৩০টি পুকুর। যার ফলে মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার মতো। ইতোমধ্যে জেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ করা হয়েছে। এসব স্কুলের ৫১টিকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ১৫ গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়