শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭, ২৯ মে ২০২২

আপডেট: ১১:৪৭, ২৯ মে ২০২২

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০

বরিশালে দুর্ঘটনা কবলিত বাস: ছবি সংগৃহীত

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা লেগে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায়  আহত হয়েছেন আরো ২০ যাত্রী। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

রোববার (২৯ মে) ভোর ৬টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি আলী আর্শাদ।

তিনি গণমাধ্যমে জানান, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। উজিরপুর উপজেলার বামরাইল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। আহতদের বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস কেটে এখন পর্যন্ত ৯ জনের লাশ বের করা হয়েছে। উদ্ধার কাজ এখনও চলছে।

দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। বাসটি গাছের মধ্যে ঢুকে গেছে। গাড়ি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়