বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাংলাদেশী মেয়েদের পাকিস্তান বধ

প্রকাশিত: ১১:১০, ১ অক্টোবর ২০১৮

আপডেট: ১১:১০, ১ অক্টোবর ২০১৮

বাংলাদেশী মেয়েদের পাকিস্তান বধ

ফুটবল যে গোলের খেলা, ইদানীং তা খুব ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছেন বাংলাদেশের মেয়ে ফুটবলাররা। প্রতিপক্ষের জালে যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তারা। রবিবার অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপেও দেখা গেল এই চিত্র। পাকিস্তানের জালে গুনে গুনে ১৭ গোল দিয়েছে বাংলাদেশ মেয়ে ফুটবল দল। সেই সঙ্গে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের দল। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে এদিন একাই সাত গোল করেন সিরাত জাহান স্বপ্না। শিউলি আজিমের পা থেকে আসে দুই গোল। এ ছাড়া বাংলাদেশের আঁখি খাতুন, মিসরাত জাহান, তহুরা খাতুন এবং কৃষ্ণা রানী পাকিস্তানের জালে একটি করে বল জড়ান। বড় জয়ের ফলে এক ম্যাচ আগেই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিল বাংলাদেশ। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে স্বপ্না-মার্জিয়ারা। অন্যদিকে টানা দুই হারে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল পাকিস্তান। বাংলাদেশের কাছে বড় ব্যবধানে পরাজয়ের আগে নিজেদের প্রথম ম্যাচেও লজ্জা পেয়েছিল তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে কয়েক মাস আগেই ফুটবলে ফেরা পাকিস্তান। সেই ম্যাচে নেপালের কাছে ১২ গোল হজম করেছিল তারা। দুই ম্যাচে পাকিস্তানের মেয়েরা গোল হজম করেছে মোট ২৯টি!
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়