বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সিনেপ্লেক্স মাতাবে দুই হলিউড মুভি

প্রকাশিত: ০৪:৪৯, ৮ নভেম্বর ২০১৮

আপডেট: ০৪:৪৯, ৮ নভেম্বর ২০১৮

সিনেপ্লেক্স মাতাবে দুই হলিউড মুভি

আগামী শুক্রবার (৯ নভেম্বর)স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের সাড়া জাগানো মুভি ‘বোহেমিয়ান রাপসোডি’ এবং ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য ফোর রিয়ামস’। সত্তরের দশকে যুক্তরাজ্যে ‘কুইন’ নামে ব্যান্ড দল গড়ে ওঠে। পরবর্তীতে তুমুল জনপ্রিয়তা লাভ করে। সাড়া জাগানো এই ব্যান্ডের অসংখ্য ভক্ত রয়েছে। সেই কুইন ব্যান্ডের জনপ্রিয় ভোকাল ছিলেন ফ্রেডি মার্কারি। ১৯৯১ সালে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে এইডসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। কুইন ব্যান্ডের এই খ্যাতিমান শিল্পীর জীবনী নিয়ে নির্মিত হয়েছে ‘বোহেমিয়ান রাপসোডি’। লন্ডনের কোনো এক গলির ব্যান্ড থেকে কুইন হয়ে ওঠার গল্পই চলচ্চিত্রটির পটভূমি। এতে  ফ্রেডি মার্কারি চরিত্রে অভিনয় করেছেন রামি মালেক।বিখ্যাত সিনেমা রিভিউ সাইট রটেন টমেটোতে সিনেমাটির রেটিং পড়েছে ৫৪ শতাংশ।এটি পরিচালনা করেছেন ব্রায়ান সিঙ্গার। অন্যদিকে আর্নেস্ট হফম্যানের ছোটগল্প ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য মাউস কিং’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য ফোর রিয়ামস’। পরিচালনা করেছেন সুইডিশ পরিচালক লারস হালস্টর্ম এবং ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারস’খ্যাত মার্কিন পরিচালক জো জনস্টন। জার্মান লেখক আর্নেস্ট হফম্যানের ছোটগল্প ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য মাউস কিং’। গল্পটি অবলম্বনে নির্মিত ছবির নাম দেয়া হয়েছে ‘দ্য নাটক্র্যাকার অ্যান্ড দ্য ফোর রিয়ামস’। ছবির গল্প আবর্তিত হয়েছে ক্লারা নামের এক কিশোরীকে ঘিরে। মায়ের উপহারের বাক্সটি খুলতে তার প্রয়োজন একটি চাবির। সেই চাবির সন্ধানে তাকে জড়িয়ে পড়তে হয় অদ্ভুত এক রহস্যে। যে গল্পে রয়েছে আরও তিনটি সাদৃশ্য জগৎ, জীবিত কিছু পুতুল, বুদ্ধিমান এক ইঁদুরের দল এবং সেই জগতের অদ্ভুতুড়ে বাসিন্দারা। তারকাবহুল এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ম্যাকেঞ্জি ফয়। এ ছাড়া দেখা যাবে কিরা নাইটলি, রিচার্ড ই গ্রান্ট, হেলেন মিলেন, মরগান ফ্রিম্যানের মতো অভিনয়শিল্পীদের। আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ  
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়