শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শিল্পীদের পাশে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:০৬, ৮ নভেম্বর ২০১৮

আপডেট: ১৯:২৯, ৯ নভেম্বর ২০১৮

শিল্পীদের পাশে প্রধানমন্ত্রী

দেশের অসহায় শিল্পীদের বরাবরই সহযোগীতা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।তারই ধারাবাহিকতায় আরো তিন তারকা শিল্পী প্রবীর মিত্র,কুদ্দুস বয়াতি ও নায়িকা নূতনকে অনুদান প্রদান করেছেন তিনি। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গণভবনে ডেকে তাদের হাতে অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। জানা গেছে,অনেক দিন থেকেই অসুস্থ অবস্থায় রয়েছেন রুপালি পর্দার জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র। তাকে ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০ লক্ষ টাকা করে সরকারী অনুদান পেয়েছেন কুদ্দুস বয়াতি ও নায়িকা নূতন। অনুদান প্রাপ্তির অভিব্যাক্তি প্রকাশ করে প্রবীর মিত্র বলেন,আমরা গণ ভবনে গিয়ে দেখলাম অনেক মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছেন। এতো ঝামেলার মধ্যেও যিনি হাসি মুখে শিল্পীদের কদর করেন তার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ভিড়ের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ ছিলো না। তবে সঞ্চয় পত্র হাতে তুলে দেয়ার সময় তিনি আমাকে বলেছেন,যে টাকা প্রতি মাসে আপনি পাবেন সেটা দিয়ে খুব ভালো চিকিৎসা হয়ে যাবে। শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক জিএম সৈকত বলেন, সঞ্চয়ী পত্র হিসেবে প্রতিমাসে একটি করে কিস্তিতে টাকা পাবেন তারা। গত সপ্তাহে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান চেয়ে আবেদন জমা দেওয়া হয়। একসপ্তাহের মধ্যেই এই আবেদনে সাড়া মিলেছে। প্রধানমন্ত্রী অসহায় এসব শিল্পীদের অনুদান দেয়ায় শিল্পী ঐক্যজোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান শিল্পী ঐক্যজোটের সভাপতি ডি এ তায়েব ও সাধারণ সম্পাদক জি এম সৈকত। এদিকে প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে শুরু হচ্ছে ক্যান্সারাক্রান্ত অভিনেত্রী জলির থেমে থাকা চিকিৎসা। তার হাতেও ২৫ লক্ষ টাকার অনুদান তুলে দিয়েছেন  প্রধানমন্ত্রী। আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ    
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়