বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শ্রীলংকায় সেরা ছবি ‘কমলা রকেট’

প্রকাশিত: ০৭:৩৩, ১১ অক্টোবর ২০১৮

আপডেট: ০৫:০৮, ১৪ অক্টোবর ২০১৮

শ্রীলংকায় সেরা ছবি ‘কমলা রকেট’

শ্রীলংকায় অনুষ্ঠিত জাফনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে সেরা ছবি নির্বাচিত হলো ‘কমলা রকেট’। অনুষ্ঠানে প্রথম আন্তর্জাতিক পুরস্কার উঠলো নির্মাতা নূর ইমরান মিঠুর হাতে।উৎসবের ডেবু ফিল্ম হিসেবে পুরস্কৃত হয়েছে ছবিটি। সারা বিশ্বের ৩০টি দেশের ৮০টি নতুন ছবির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জাফনা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। গত ৩ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবে মনোনয়নপ্রাপ্ত দর্শকপ্রিয় ৮টি চলচ্চিত্র থেকে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘কমলা রকেট’। সারা বিশ্বের নতুন নির্মাতাদের প্রথম চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত এ উৎসবে বাংলাদেশের পক্ষে এ সম্মান বয়ে আনলেন তরুণ নির্মাতা নূর ইসলাম মিঠু । এ ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মিঠু বলেন, অবশ্যই খুব আনন্দ লাগছে। প্রথম অংশগ্রহণেই এতবড় পুরস্কার পাবো ভাবিনি। উৎসবে জুরিদের প্রশংসা পেয়েছি। পুরস্কার গ্রহণের সময় আনন্দের পাশাপাশি খারাপ লেগেছে এই ভেবে যে, এ ছবিটি আমিতো দেশের বাইরের মানুষদের জন্য বানাইনি। দেশের মানুষের জন্যই বানিয়েছি। কিন্তু তাদেরই ভালোভাবে দেখাতে পারলাম না । নির্মাতা জানান, দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নেবে কমলার রকেট। জাফনা ফিল্ম ফেস্টিভালের পর এবার এটি অংশ নিতে যাচ্ছে ভারতের গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠুর যৌথ চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেন মিঠু। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত চলচ্চিত্রটি মাত্র দু’টি হলে মুক্তি পায় চলতি বছরের ১৬ জুন। রাজধানীর স্টার সিনেপ্লেক্সে তিন সপ্তাহ ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলচ্চিত্রটি একমাস প্রদর্শিত হয়। ‘কমলা রকেট’ চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিম জয়রাজ, সামিয়া সাঈদ, সেঁউতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল প্রমুখ। আলোআভানিউজ২৪ডটকম/আরএ
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়