বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৭:২৪, ১০ অক্টোবর ২০১৮

আপডেট: ০৮:৩৯, ১০ অক্টোবর ২০১৮

বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ড

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার  ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামির মধ্যে আরো রয়েছেন, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, রেজ্জাকুল হায়দার, রহিম শাহ, জান্দাল, তাজউদ্দিন প্রমুখ। তারেক রহমান ছাড়াও হারিছ চৌধুরী, সাবেক সংসদ সদস্য কায়কোবাদসহ  ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আজ বুধবার রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারিক শাহেদ নূর উদ্দিনের আদালত আসামিদের এ রায় দেন। প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী। আলোআভানিউজ২৪ডটকম/আরএ
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়