বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাস্তার বেহাল অবস্থা-মঠবাড়িয়ায়

প্রকাশিত: ০৩:৪৩, ১০ অক্টোবর ২০১৮

আপডেট: ০৩:৪৩, ১০ অক্টোবর ২০১৮

রাস্তার বেহাল অবস্থা-মঠবাড়িয়ায়

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মঠবাড়িয়ায় গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের প্রায় সারে ৩ কিমি রাস্তা নির্মাণ কাজ শুরুর পর ফেলে রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে ভূক্তভোগী এলাকাবাসী। আজ মঙ্গলবার দক্ষিণ কবুতরখালী গ্রামের বেহাল সড়কের ওপর গ্রামবাসী ঘন্টাব্যাপী মানববন্ধন করে বেহাল সড়ক দ্রুত পাকা করণের দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন এর সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গ্রামবাসীর পক্ষে মাওলানা আবু তাহের,  ইউনুস আলী,  মধু তালুকদার ও আলতাফ হোসেন  প্রমূখ।

এ মানববন্ধনে বক্তাদদের অভিযোগ, এলজিইডির আওতাধীন মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী থেকে বান্ধবপাড়ার দক্ষিণ কবুতরখালী গ্রামের সাড়ে ৩ কিমি ইট সোলিং সড়ক সহ  ২ টি কালভার্ট নিমাণ প্রকল্প অনুমোদন হয়েছিলো। দরপত্র আহ্বানের পর মেসার্স এহসান এন্টার প্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজের দায়িত্ব পায়, পরে ২০১৭ সালের ২৯ জুন স্থানীয় সাংসদের নামে ওই সড়কের নির্মাণ কাজের উদ্বোধনী ফলক স্থাপন করে। পরে সংশ্লিষ্ট ঠিকাদার সাড়ে ৩  কিমি সড়কের মাত্র এক কিমি দায়সারাভাবে ভাবে কাজ করে বাকি আড়াই কিমি সড়ক ও ২ টি কালভার্ট নির্মাণ কাজ অনুরুপ ভাবে আছে। এতে করে এলাকাবাসীর চলাচলে দুর্ভোগের পোহাত হয়। এলাকাবাসীর আরও অভিযোগ, তরিঘরি করে সোমবার ৮ অক্টোবর  বেহাল ওই সড়কে ২০১৭ সালের ২৯ জুন স্থানীয় সংসদ সদস্যের নামে সড়কটি উদ্বোধনের মাধম্যে একটি ফলক উন্মোচন করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়