শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- ঐশী

প্রকাশিত: ০৪:৫৮, ১ অক্টোবর ২০১৮

আপডেট: ০৯:৫৫, ১ অক্টোবর ২০১৮

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’- ঐশী

২০১৮ সালের জন্য “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” সেরা হয়েছেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী। রোববার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানার আপ হন নাজিবা বুশরা। ১৮ বছর বয়সী ঐশী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। তার বাবা একজন সমাজকর্মী, মা শিক্ষিকা। দুই বোনের মধ্যে তিনি ছোট।

গ্রান্ড ফিনালেতে প্রতিযোগীরা নাচ ও একাধিক ফ্যাশন কিউয়ের মধ্য দিয়ে নিজেদের তুলে ধরেন। এর বাইরে তারকা পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আঁচলসহ বেশ কয়েকজন। এছাড়া গান পরিবেশন করেন সংগীতশিল্পী মিনার, মারিয়া শিমু। এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় সংগীতশিল্পী হামিন আহমেদ, শাফিন আহমেদ, শুভ্রদেব, অভিনেত্রী তারিন, মডেল খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা।  

এর আগে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ২০১৭ সালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। তার আগে বাংলাদেশ থেকে ২০০১ সালে ৫১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাবাসসুম ফেরদৌস শাওন।

বাংলাদেশ থেকে ১৯৯৪ সালে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন আনিকা তাহের। এরপর ইয়াসমিন বিলকিস সাথী (১৯৯৫), রেহনুমা দিলরুবা চিত্রা (১৯৯৬), শায়লা সিমি (১৯৯৮), তানিয়া রহমান তন্বী (১৯৯৯) ও সোনিয়া গাজী (২০০০) মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডিজে সনিকা, আরজে নিরব ও আজরা মাহমুদ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়