রোববার ২২ জুন ২০২৫, আষাঢ় ৮ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ২৯ অক্টোবর ২০২৪

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, গ্রেপ্তার ৭

ছবি সংগৃহীত

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর যেন হয়ে ওঠেছে অপরাধের স্বর্গরাজ্য। অপরাধ ছিনতাই কমাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় ২টি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে ডেয়ারিং টাইগার্স ২৩ ইস্ট বেঙ্গল এর নয়টি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে সহায়তা করছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সেনাবাহিনী থেকে জানানো হয়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বুনিয়া সোহেল ক্যাম্পে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু সেনা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোহেল। সোহেলকে আটক করতে না পারলেও তার দলের সদস্যকে আটক করা হয়।

গত রবিবার (২৭ অক্টোবর) ‘বুনিয়া সোহেলগ্রুপের চালানো এলোপাতাড়ি গুলিতে নিহত হয় ১৩ বছরের এক কিশোর। সেই ঘটনার পরই তাকে গ্রেপ্তারে নামে সেনাবাহিনী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়