বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গভীর রাতে এটিএম বুথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৭, ১৩ আগস্ট ২০২২

আপডেট: ১৩:৪৭, ১৩ আগস্ট ২০২২

গভীর রাতে এটিএম বুথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার সোনারগাঁও জনপদের এটিএম বুথে টাকা উত্তোলন করার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শরিফ উল্লাহ (৪৪) নামে এক টাইলস ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত শরিফের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার মধুপুর গ্রামে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার সময় এই ঘটনা ঘটে। ঘটনার পর পর গুরতর জখম অবস্থায় শরিফকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গভীর রাতে শরিফ উল্লাহ উত্তরা ১২ নম্বর সেক্টরের রোড ৬/সির ২৪ নম্বর প্লটের ব্যবসা প্রতিষ্ঠান জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানেটারি থেকে বাসায় যাওয়ার সময় এটিএম বুথে টাকা তুলতে ঢোকেন। এ সময় এটিএম বুথে আব্দুস সামাদ নামে এক ছিনতাইকারী ঢুকে ধারাল ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। এতে

গুরতর জখম অবস্থায় শরিফকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে শরিফের কাছ থেকে টাকা নিতে পারেনি ওই ছিনতাইকারী। এটিএম বুথ থেকে রক্তমাখা ৮ হাজার টাকা পাওয়া যায়। আব্দুস সামাদ পেশাদার ছিনতাইকারী নয়, তার আগের কোনো রেকর্ড পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা (মামলা নাম্বার ৩৩) দায়ের করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়