শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ঢাকা কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ৪ সেপ্টেম্বর ২০২২

ঢাকা কলেজে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ফাইল ফটো

ঢাকা কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার ( সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে।

কলেজ সুত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী আমিন শিকদারকে ক্যাম্পাসের ভেতরে অন্য পক্ষের কয়েকজন মারধর করেন। খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের দুই পক্ষ দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ জানায়, একটি ছোট ঘটনা হয়েছে কিছুক্ষণের জন্য। আপাতত পরিস্থিতি শান্ত আছে।

ঘটনায় কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো পুরোপুরি বিষয়টা জানি না। আমরা বিষয়টার খোঁজখবর নেবো। তারপর যদি মনে হয় কোনো পদক্ষেপ নেয়া দরকার, তখন নেবো।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী জানায়, ঢাকা কলেজে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়