শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, বৈশাখ ৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গ্রেনেড হামলা দিবসে ইবিতে শোক র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ২১ আগস্ট ২০২২

আপডেট: ১৪:৫৮, ২১ আগস্ট ২০২২

গ্রেনেড হামলা দিবসে ইবিতে শোক র‍্যালি

গ্রেনেড হামলা দিবসে ইবিতে শোক র‍্যালি

২০০৪ সালের ২১ আগস্ট 'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা'র স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তে গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে ‘বঙ্গবন্ধুর বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদের ঠাঁই নাই’ স্লোগানে প্রতিবাদ র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জীয় মুজিব’ ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবদন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় তার সঙ্গে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়