বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১০ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রক্সি পরীক্ষা দিতে এসে কারাদণ্ডপ্রাপ্ত বায়েজিদ ‘এ’ ইউনিটে প্রথম

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ৩ আগস্ট ২০২২

আপডেট: ১৪:২৮, ৩ আগস্ট ২০২২

প্রক্সি পরীক্ষা দিতে এসে কারাদণ্ডপ্রাপ্ত বায়েজিদ ‘এ’ ইউনিটে প্রথম

ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এই ফল প্রকাশ হয়।  প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, প্রক্সি পরীক্ষা দেয়ার অপরাধে কারাদণ্ডপ্রাপ্ত রাবির ফোকলোর বিভাগের সাবেক শিক্ষার্থী বায়েজিদ যে পরীক্ষার্থীর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন, সেই তানভির আহমেদ গ্রুপ-২ এ প্রথম হয়েছেন।

এদিকে বিষয়টি জানাজানি হলে বুধবার (৩ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে কর্তৃপক্ষ প্রক্সি পরীক্ষার্থীদের ফলাফল পরিবর্তন করে এবং এখন ওয়েবসাইটে তাদের এক্সপেলড বা বহিষ্কার দেখাচ্ছে। তবে প্রক্সিতে ধরা পড়ার পরও ফল প্রকাশ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, এটি পরীক্ষা কমিটির ব্যর্থতার প্রমাণ।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় প্রক্সি দিতে আসা এক নারীসহ চার প্রক্সিদাতা এবং এক মূল পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়