বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে চবিতে কাফন পড়ে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি

প্রকাশিত: ১৫:২০, ২ জুন ২০২২

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার দাবিতে চবিতে কাফন পড়ে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০২ জুন) সকালে নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে তারা কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে চবিগামী সাড়ে ১০টার শাটল ট্রেন আধা ঘণ্টা দেরিতে ছেড়ে যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া ইয়াসিন আব্দুল্লাহ বলেন, কয়েক মাস ধরে আমরা আন্দোলন করে আসছি। শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি সবখানেই আমরা আমাদের দাবির বিষয়ে অবহিত করেছি। তারাও আমাদের বিষয়ে একমত। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে বার বার কথা দিয়ে কথা ভঙ্গ করছেন। বাধ্য হয়ে আজ আমরা কাফনের কাপড় পড়ে আন্দোলনে নেমেছি। কারণ সুযোগ না পেলে আমাদের জীবনের কোনো মূল্যায়ন নেই।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, কিছু শিক্ষার্থী অবস্থান নিয়ে চবিতে দ্বিতীয়বার ভর্তির দাবি জানাচ্ছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়