শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ছাত্রলীগের অবরোধ স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি

প্রকাশিত: ১৭:৫১, ১ জুন ২০২২

চবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ছাত্রলীগের অবরোধ স্থগিত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দুই নেতাকে মারধরের অভিযোগে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

বুধবার ( জুন) দুপুর ২টায় ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমার নেতা নাছির উদ্দীন আমাকে ফোন দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় সেই নির্দেশনা দিয়েছেন। নাছির ভাইয়ের নির্দেশ এবং শিক্ষার্থীদের কাল্যাণে আমরা অবরোধ স্থগিত করেছি। আমরা দোষীদের গ্রেফতার করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। বাকিদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে আমরা আবারো আন্দোলনে যাব।

সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর . রবিউল হাসান ভূঁইয়া হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়