শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৪ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কলকাতা মেডিকেলে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:০৮, ৩ অক্টোবর ২০১৮

আপডেট: ০৬:৩৬, ৪ অক্টোবর ২০১৮

কলকাতা মেডিকেলে অগ্নিকাণ্ড

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পর অন্তত আড়াইশ’ রোগীকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস সদস্য ও হাসপাতাল কর্মীরা। ৩ অক্টোবর, বুধবার সকালে এ অগ্নিকাণ্ড ঘটে। ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, সকাল ৭টা ৫৮ মিনিটের দিকে হাসপাতালের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ জানা যায়নি। এনডিটিভির খবরে বলা হয়েছে, সকালে হাসপাতালের ফার্মাসি বিভাগে আগুন লাগে। কোনো অগ্নিশিখা দেখা না গেলেও হাসপাতাল ভবনটি ধোঁয়ায় ভরে যায়। ধোঁয়া নিয়ন্ত্রণের কাজ করছে দমকল বাহিনী। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতালের এই ভবনে কার্ডিওলজি, আইসিইউ, মেডিসিন বিভাগের পুরুষ ও মহিলা ওয়ার্ড রয়েছে। আগুন লাগার পর অন্তত আড়াইশ’ রোগীকে নিরাপদে বের করে আনা হয়েছে। সে সময় পর্যাপ্ত স্ট্রেচার না পেয়ে ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্মীরা চাদরে করে রোগীদের নামিয়ে আনেন।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়