শুক্রবার ২৯ মার্চ ২০২৪, চৈত্র ১৫ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রোনাল্ডোকে পিছনে ফেলে বছর শুরু মেসির

প্রকাশিত: ০৪:৩১, ১ জানুয়ারি ২০১৯

আপডেট: ০৪:৩১, ১ জানুয়ারি ২০১৯

রোনাল্ডোকে পিছনে ফেলে বছর শুরু মেসির

বিদায়-২০১৮, স্বাগত-২০১৯। নতুন সূর্যোদয়, নতুন স্বপ্ন-আশা। শুভ হোক আগামীর পথচলা। নতুন বছরে আনন্দচিত্তে সেই পথচলা শুরু করবেন লিওনেল মেসি। বলা বাহুল্য, চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে এগিয়ে নববর্ষে পা রেখেছেন তিনি। যদিও দুই মহাতারকা এখন আর একই লিগে খেলেন না, কিন্তু যতদিন তারা খেলে যাবেন, (সেটা যে প্রান্তেই হোক), সম্ভবত তাদের তুলনা চলতেই থাকবে। শিরোপা আর গোলের দিক থেকে ২০১৮ সালে দুজনের জন্যই দুর্দান্ত কেটেছে। কিন্তু হিসেবটা শুধু ব্যক্তিগত অর্জনের হয়, তাহলে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন মেসি। বিদায়ী বছরে ক্লাব ও দেশের হয়ে ৫১ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এছাড়া ৫৪ ম্যাচে ২৬টি অ্যাসিস্টও এসেছে তার পা থেকে। এর মধ্যে বার্সার হয়ে ৪৯ ম্যাচে ৪৭ গোল আর ২৩ অ্যাসিস্ট এবং আর্জেন্টিনার হয়ে ৫ ম্যাচে ৪ গোল আর ৩ অ্যাসিস্ট করেছেন মেসি। ২০১৮ সালে মোট ৭৭টি গোলে অবদান রেখেছেন মেসি। অন্যদিকে জুভেন্টাস উইঙ্গার রোনালদোর অবদান ৬২ গোলে। সাবেক রিয়াল তারকা বিদায়ী বছরে ক্লাব ও দেশের জার্সিতে ৪৯ গোল আর ১৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। দুই ক্লাবের হয়ে ৪৩ গোল আর ১২ অ্যাসিস্ট এবং ৬ গোল ও ১ অ্যাসিস্ট দেশের হয়ে। শুধু রোনালদোকে পেছনে ফেলাই নয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে বছরের শীর্ষ গোলদাতাও হয়েছেন মেসি। সর্বশেষ ২০১৬ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়