শনিবার ২০ এপ্রিল ২০২৪, বৈশাখ ৭ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পিরোজপুরে মন্দির ভাংচুর

প্রকাশিত: ১৭:৪০, ৭ অক্টোবর ২০১৮

আপডেট: ১৮:০৭, ৭ অক্টোবর ২০১৮

পিরোজপুরে মন্দির ভাংচুর

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার সিকদারমল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে অবস্থিত একটি কালী মন্দির ভাংচুরের ঘটনা শনিবার দিবাগত রাত আনুমানিক পৌন ২ টা নাগাদ প্রায় ৫০/৬০ জনের একটি দুর্বৃত্তের দল পিলার কাটার মেশিন, শাবল, হাতুরি ও লাঠি সোটা নিয়ে মন্দিরে হামলা চালায়। তার মন্দিরে থাকা একটি কালী প্রতিমা ভেঙ্গে বাজার সংলগ্ন খালে ফেলে দেয়। হামলাকারীরা মন্দিরের জায়গায় থাকা টিনের চালা লুটপাট করে নিয়ে যায় এবং মন্দিরের ইটের তৈরী ভীত ভেঙ্গে ফেলে। এছাড়া তারা মেশিন দিয়ে মন্দিরের পিলার কেটে ফেলার চেষ্টা করার সময় এলাকাবাসী জড়ো করে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা তাদের উপর চড়াও হয়ে মারধর করে। এতে গৌরাঙ্গ লাল মাঝি (৫২), দিলিপ মৃধা (৩৩) এবং শুকুরঞ্জন মন্ডল (৩৫) নামে ৩ ব্যাক্তি আহত হয়। এক পর্যায়ে এলাকার হিন্দু-মুসলিমের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে, মন্দির ভাংচুরের প্রতিবাদে বাজারের ব্যবসায়ী এবং এলাকাবাসী পাঁচপাড়ার আঞ্চলিক মহাসড়কে  (পিরোজপুর-নাজিরপুর- ঢাকা) গাছ ফেলে সড়ক অবরোধে অবস্থান নেন। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেয়। মন্দির ভাংচুরের বিষয়ে মন্দির কমিটির সম্পাদক সুধীর চন্দ্র মাঝি অভিযোগ করেন, সিকদারমল্লিক ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদ মন্দিরের জায়গাটি জবর দখল করে নেয়ার জন্যই অনেক দিন যাবৎ পায়তারা চালাচ্ছে। সে তার লোকজন দিয়ে এই মন্দিরে ভাংচুর করেছে। তিনি আরো জানান, মন্দিরের জায়গা নিয়ে আদালতে মামলা চলমান।  তারপরও জোর করে মন্দির ভেঙ্গে ফেললো। এর আগে শহীদের বাবা রফিকুল ইসলামও মন্দিরের জায়গা দখল করার চেষ্টা করেছিল। সিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মন্দির কমিটির সভাপতি সুভাষ চন্দ্র মিস্ত্রি বলেন, মন্দিরের জায়গা নিয়ে আদালতে মামলার এখন পর্যন্ত কোন রায় হয়নি। এ অবস্থায় ইউনিয়নের চেয়ারম্যান তার লোকজন দিয়ে মন্দিরটি ভেঙ্গে মন্দিরের জায়গা দখল করতে চাচ্ছে। রাত পৌনে ২ টার দিকে ৫০/৬০ জনের একটি দল অস্ত্র সস্ত্র নিয়ে মন্দিরে হামলা চালিয়ে কালী প্রতিমা ভেঙ্গে  খালে ফেলে দেয়। মন্দিরের একপাশের ইটের গাথুনি তারা ভেঙ্গে ফেলেছে। ঢালাই পিলার মেশিন দিয়ে কেটে ফেলার চেষ্টা করছে। মন্দিরের নির্মান কাজের জন্য আনা আড়াই হাজার ইটসহ পাশের অন্য এক মুসলমান ব্যবসায়ীর ইট লুটপাট করে নিয়ে গেছে। আর মন্দির ভঙ্গার সময় টের পেয়ে এলাকার হিন্দু মুসলিম একজোট হয়ে প্রতিরোধ করতে গেলে তাদেরকে মারধর করে তারা পালিয়ে যায় পিরোজপুর সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মন্দির কমিটি বাদী হয় থানায় মামলা দায়েরের করেছেন। তবে এ হামলার সন্দেহভাজন মহিদুল ও অহিদুজ্জামান নামের দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। পিরোজপুর অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন রবিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মন্দিরের জায়গা নিয়ে আদালতে মামলা রয়েছে সেহেতু মন্দিরে হামলা ও ভাংচুরের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়