সিরাজগঞ্জে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার নাইমুড়ী রুয়াপারা সম্মিলিত কবরস্থান থেকে কবর খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী বলেন , ১৫ টির মতো পুরনো কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।
বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী।
সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাইমুড়ী গ্রামের বাসিন্দা আকমল হোসেন বাদশা বলেন , ২-৩ তিন আগে নাইমুড়ী গ্রামের এক নারীর মৃত্যু হলে গ্রামবাসী তার মরদেহ দাফন করতে ওই কবরস্থানে যায়। গিয়ে দেখে ২ বছর আগের ১৫ টির মতো কবর খোঁড়া অবস্থায় আছে। পরে একটা কবর খুলে দেখা যায় কবরে কোন কঙ্কাল নেই।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম জানান , কয়েক বছর আগেও এখানকার বেশ কয়েকটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছিল।
সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান , ‘ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মোট কয়টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।