শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসর

লোক গানের জনপ্রিয় রিয়ালেটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২২’ শুরু হচ্ছে। মঙ্গলবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এটি এই আয়োজনের চতুর্থ আসর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস জনাব মালিক ম. সাঈদ সহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে অঞ্জন চৌধুরী বলেন, বাউল গানের চর্চা এবং প্রসারে এই বাউলিয়ানার আয়োজন হলেও এখানেই থেমে থাকা নয়। গত আসরের গাওয়া ১১০টি বাউল গান শুদ্ধরূপে সংকলন করে একটি বই প্রকাশ করা হবে, যা ভবিষ্যতে আর্কাইভ হিসেবে থেকে যাবে। এছাড়াও ৩৫ জন গুণী বাউল শিল্পীর জীবনী, তাদের অবদান এবং জনপ্রিয় ৮টি বাদ্যযন্ত্র নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে ভিডিও নির্মাণ করা হয়েছে যেগুলো ম্যাজিক বাউলিয়ানার পেইজ থেকে একে একে পাবলিশ করা হবে।
তিনি আরো জানান, বাউল শিল্পীদের রয়ালিটি নিশ্চিত করা, তাদের এসব ব্যাপারে সম্যক জ্ঞান দেওয়া, ইউটিউবে তাদের পেজ খুলে গান আপলোড করে রেভিনিউ লাভের বিষয়টিও শিল্পীদের জানানো হয়।