রাষ্ট্রদূত হিসেবে মিলারের বিদায়
সোমবার ঢাকায় নিযুক্ত যুক্তরাস্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আর্ল রবার্ট মিলারের বিদায় অনুষ্ঠান হয় । এই অনুষ্ঠান আয়োজন করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ।
দায়িত্ব পালনকালে বাংলাদেশে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কাঠিয়েছেন বলে তিনি জানান । এই সময় দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী হয়েছে বলে তিনি মনে করেন ।
তিনি বলেন , গত বছরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার চেষ্টা করেছেন তিন । আরো বলেন বাংলাদেশ থেকে আমি চমৎকার সব স্মৃতি নিয়ে যাচ্ছি ।
গত ২ বছর করোনার প্রভাবের পরও দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে । করোনা উপলক্ষ্যে ২০১ কোটি ৮ লাখ ডলার অনুদান , ২ কোটি ৮ লাখ ডোজ করোনার টিকা পেয়েছে বাংলাদেশ ।
বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এলএনজি টার্মিনাল করেছে । বাংলাদেশ রেলওয়েকে ৪০ টি বড্রগেজ লোকোমেটিভ দেওয়া হয়েছে । যুক্তরাষ্ট্রের এয়ার স্পেস বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হয়েছে ।