মুন্সীগঞ্জে শীর্ষ সন্ত্রাসী, আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

মুন্সীগঞ্জের গজারিয়ার মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী কসাই লিটন ও জিতুকে গ্রেফতারের পর তাদের ছিনিয়ে নিতে তার সহোযোগীরা পুলিশের ওপর হামলা চালায় । এ ঘটনায় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার
জামালপুর গ্রামে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন পুলিশ। এ সময় লিটন ও জিতুকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা হামলা চালায়। এতে পুলিশের এক এসআই ও দুই কনস্টেবল আহত হন। ফলে আহত এসআই নুরুল হুদা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করেন।
ইনস্পেক্টর অপারেশন মোক্তার হোসেন জানান, আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করা হয়েছে। এতে একজন এসআই ও দুইজন কনস্টবল আহত হয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।