মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারবে তারুণ্য শক্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারবে একমাত্র তারুণ্য শক্তি ।
তিনি বলেন , আমার দৃঢ় বিশ্বাস, আমাদের প্রজন্মের পরের প্রজন্ম ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে মাথা উঁচু করে ।
প্রধানমন্ত্রী বলেন , আমাদের বর্তমান দিনের কার্যক্রমের লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মের জন্য সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করা । তরুণ প্রজন্মই পারে সকল প্রতিবন্ধকতা দূর করতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে । যার স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
তিনি বলেন , গত ১৩ বছরে বাংলাদেশ দারিদ্র্য দূরীকরণ , স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন , মাতৃ মৃত্যু-শিশু মৃত্যুর হার হ্রাস , গড় আয়ু বৃদ্ধি , নারীর ক্ষমতায়ন , শিক্ষার হার বৃদ্ধিসহ অনেক দূর এগিয়েছে।
শেখ হাসিনা দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন ।
তিনি জানান , পর পর তিনবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়ে দেশের মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করেছে । তিনি এই ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহায়তা কামনা করেন ।