মাভাবিপ্রবিতে বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ স্থগিত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আলেমা খাতুন ভাসানী হলের বিবাহিত ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ স্থগিত করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় হল প্রভোস্ট অধ্যাপক ড. রোকসানা হক রিমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ স্থগিতা করা হয়ে।
গত ১১ ডিসেম্বর হলের বোর্ডে বিবাহিত শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার নোটিশ দেয় আলেমা খাতুন ভাসানী হল কর্তৃপক্ষ।
এরপর ছাত্রীদের হলের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া নিয়ে ক্ষোভের সৃষ্টি শিক্ষার্থীদের মধ্যে। শিক্ষার্থীদের ক্ষোভের কারণে নোটিশ দেওয়ার ১০দিনের মাথায় এই আদেশ স্থগিত করা হয়।
হল ছাড়ার নোটিশে উল্লেখ করা হয়েছিলো,হলের নিয়ম অনুযায়ী বিবাহিত ছাত্রীদের হলে থেকে অধ্যয়নের সুযোগ নেই। এ অবস্থায় আগামী ৩০ জানুয়ারির মধ্যে বিবাহিত ছাত্রীদের সিট ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হলো। নোটিশে কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে হল কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। না জানালে নিয়ম ভঙ্গের কারণে জরিমানাসহ সিট বাতিল করা হবে।
এদিকে, হল ছাড়ার বিষয়ে স্থগিতাদেশের পর বিষয়টি নিয়ে ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এআরএম সোলায়মান গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিবাহিতা ছাত্রীদের আবাসিক হোস্টেলে থাকার বিষয়ে বিধিনিষেধ রয়েছে। কিন্তু সার্বিক বিষয় বিবেচনা করে আইনটি ব্যবহৃত হয় না।
এছাড়াও, হল কর্তৃপক্ষ জানিয়েছিল, হলে সিটের জন্য এবার অনেক বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। তখন দেখা গেছে হলে অনেক বিবাহিতা শিক্ষার্থী রয়েছেন। তারা সিট বরাদ্দ নিয়ে হলে নিয়মিত থাকেন না। সিটটি ফাঁকা পড়ে থাকে। আবার কেউ সিটে অতিথিদের উঠিয়ে দিয়ে রেখেছেন। তাই তাদের সিট বরাদ্দ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।