মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রান্তিক পরিবহনের চালক শামীম (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের কমপক্ষে ২৫ জন যাত্রী।
শনিবার (১৪ মে) সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুরের গাংগাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়।
দুর্ঘটনার পরে স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন ও টাঙ্গাইল থেকে ছেড়ে আসা মাহি পরিবহন ঘটনাস্থল মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে থেকে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।