ভারতে দৈনিক শনাক্ত পৌনে ২ লাখ ছুঁই ছু্ঁই, মৃত্যু ১৪৬

ভারতে ভয়াবহ রূপ নিয়ে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ। করোনার নতুন ধনণ ওমিক্রনও বাড়ছে পাল্লা দিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের খবর, ভারতে ক্রমাগত দাপট বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন ওমিক্রনও। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শুধু ওমিক্রনেই আক্রান্ত হয়েছেন ৪০৩৩ জন। ২৭টি রাজ্য থেকে এই নতুন আক্রান্তদের খোঁজ মিলেছে। তাতে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র, সেখানে ১২১৬ জন ওমিক্রনে আক্রান্ত। এরপরই রয়েছে রাজস্থান ৫২৯ জন। গত একদিনে ওমিক্রন রোগী দেশে সুস্থ হয়েছেন ১৫৫২ জন।