বিশ্বে করোনায় আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৭ হাজার ৫১৫ জন এবং মারা গেছেন ২ হাজার ২৫০ জন।
শনিবার করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।
তবে শুক্রবার নতুন আক্রান্ত রোগীর তুলনায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ছিল বেশি। ওয়ার্ল্ডোমিটার্স বলছে, এদিন কোভিড থেকে আরোগ্য হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৩৬ জন।