বিজয়ের মর্যাদা রক্ষায় যুবসমাজকে ভূমিকা রাখতে হবে: যুবলীগ চেয়ারম্যান

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ বলেছেন, মহান বিজয়ের মর্যাদা রক্ষায় আমাদের যুবসমাজ ও নতুন প্রজন্মকে ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।
যুবলীগের চেয়ারম্যান বলেন, আমাদের পূর্বপুরুষেরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ত্যাগ স্বীকার করে গেছেন সে ত্যাগে উদ্ভাসিত হয়ে শোষণমুক্ত সমাজ গঠনই যুবলীগের কাম্য। তাই আগামীর ভবিষ্যৎ সমাজ গঠনে যুবলীগ নেতৃত্ব দেবে।