বাবার বিয়েতে মা সাজালেন আমাকে
সাইফ-কারিনার বিয়ে নিয়ে কথা বললেন সারা।জানালেন,বিয়েতে সারাকে সাজিয়ে দিয়েছিলেন সাইফের প্রাক্তন স্ত্রী অমৃতা।কফি উইথ করণ এর ষষ্ঠ সিজনের সর্বশেষ পর্বে একথা বলেন সাইফের মেয়ে সারা আলি খান।এসময় সাথে ছিলেন বাবা সাইফ আলি খান।
নতুন মা কারিনা কাপুরের সঙ্গেও সারার সম্পর্ক দারুণ। ভাই ইব্রাহিম ও তার সামনেই সাইফ-কারিনার বিয়ে হয়েছিল। বিষয়টিতে তারা সহজ ভাবে নিলেও মিডিয়া কিংবা ভক্তরা সহজ ভাবে নিতে পারেনি। আর সেজন্য শুনতে হয়েছে নানা রকম কথা।
সাইফ বলেন, কারিনার সঙ্গে বিয়ের আগে অমৃতাকে একটি চিঠি দিয়েছিলেন তিনি । দেয়ার আগে চিঠিটা কারিনাকেও দেখিয়ে নিয়েছেন। চিঠিতে লেখা ছিল, ‘তুমি জানো যে এটা আমার জীবনের নতুন একটি অধ্যায়। আর তুমি আমাদের অতীত সম্পর্কেও সবকিছু জানো।’ চিঠি পাঠানোর পরে সারা ফোন করে আমাকে বলে, ‘আমি এমনেও আসতাম বিয়েতে। তবে এখন আরও আনন্দ নিয়ে আসবো।’ এরপর সারা বলেন,‘বিয়েতে মা আমাকে সাজিয়ে দিয়েছিল।’
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ