বাণিজ্য মেলায় চামড়াজাত পণ্যের আকর্ষণ
ঢাকায় এবার ২৬ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসেছে । মেলায় চামড়াজাত পণ্যের আকর্ষণ বেড়েছে । চামড়াজাত পণ্যের বিক্রিও বেড়েছে । এবার বিদেশি ক্রেতারও ভিড় বেড়েছে বলে জানান উদ্যোক্তারা ।
অন্যবারের থেকে অর্ধেকেরও কম স্টল-প্যাভিলিয়ন বসেছে এবার । বৃদ্ধি পেয়েছে চামড়াজাত পণ্যের বিক্রি ।
বিভিন্ন ধরনের ব্যাগ ,জুতা , বেল্ট , জ্যাকেট ইত্যাদি দরকারি জিনিস পাওয়া যাচ্ছে এসব স্টলে । এসব পণ্যের দামেও রয়েছে ভিন্নতা ।
প্যাভিলিয়নে আসা ক্রেতা-দর্শনার্থীরা বলেন , মেলাতে চামড়াজাত পণ্য পেয়ে খুব খুশি হচ্ছি । আমাদের দেশীয় চামড়ার পণ্যগুলো খুব সুন্দরভাবে মেলায় প্রদর্শন করা হচ্ছে ।
উদ্যোক্তারা বলেন , নান্দনিক পণ্যের চাহিদা অনেক বেড়েছে । বাজারে টিকতে নতুন ডিজাইন নিয়ে কাজ করতে হচ্ছে তাদের । কিছুটা চ্যালেঞ্জের মুখেই পরতে হচ্ছে তাদের ।