দুষিত বায়ুর শহর ঢাকা

দুষিত বায়ুর শহর হিসেবে ঢাকা বহুল আলোচিত। এই তালিকায় গতকাল প্রথম ও আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বিষাক্ত বাতাসের তালিকায় অনেক বছর ধরেই ঢাকা প্রথম দিকে রয়েছে।
ঢাকাতে ছেয়ে আছে ধুলোর কুয়াশায় , গাছ-পাতার রং এখানে বিবর্ণ , নগরবাসীর চুল ও চেহারাতেও জমে থাকে ধুলোর আস্তর। বিষাক্ত বাতাসের এই শহরে নিঃশ্বাস নেয়াও কষ্টকর।
ঢাকার বায়ু এতটাই দুষিত যে , এখানে মানুষ বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে। মানব শরীর এবং প্রাণ-প্রকৃতিতে এর ক্ষতিকর প্রভাবগুলো পড়ছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর কিছুই করা হচ্ছেনা। সামনের দিনগুলো আরো ক্ষতির দিকে যাচ্ছে। অনেক বিশেষজ্ঞ এসব মতবাদ ব্যক্ত করেছেন।