দক্ষিণ আফ্রিকার সিরিজে, রিভিউ বিতর্কের পর হারলো ভারত

বৃহস্পতিবার কেপটাউন টেস্টে খেলার তৃতীয় দিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের লেগ বিফোরের সিদ্ধান্তকে ঘিরে যে ক্ষোভে দেখা গিয়েছিল বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনদের চোখে-মুখে, মাঠে তার প্রতিফল ঘটেনি শুক্রবার। যে কারণে জেতাও হয়নি ম্যাচ।মাত্র ৩ উইকেট হারিয়েই ভারতে ২১২ রানের লক্ষ্য তাড়া করে ফেলেছে ডিন এলগারের দল। যার সুবাদে সিরিজ জেতার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও মূল্যবান ২৪ পয়েন্ট পেয়েছে তারা।
এ নিয়ে চতুর্থবারের মতো প্রথম ম্যাচ জিতেও সিরিজে হারলো ভারত। সেঞ্চুরিয়নে প্রথম ম্যাচটি তারা জিতেছিল ১১৩ রানের ব্যবধানে। কিন্তু জোহানেসবার্গ ও কেপটাউনে একই ব্যবধানে হেরে সিরিজ খোয়ালো বিরাট কোহলির দল।আজ ম্যাচের চতুর্থ দিন জয়ের জন্য ১১১ রান বাকি থাকার পরেও ব্যাটিং শুরু করে তারা।
অশ্বিনের করা ৬৪তম ওভারের তৃতীয় বলে স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি দলের জয় নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক বাভুমা। তিনি অপরাজিত থাকেন ৩২ রানে। ডুসেনের ব্যাট থেকে আসে অপরাজিত ৪১ রান। এ দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৫৭ রান। দিনের দশম ও ইনিংসের ৪০তম ওভারে স্লিপে দাঁড়িয়ে কেগানের ক্যাচ ছাড়েন পূজারা। তখন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১২৬ রান। কেগান খেলছিলেন ৫৯ রানে
দলীয় সংগ্রহে আরও ২৯ রান যোগ করে সাজঘরে ফেরেন কেগান। প্রথম ইনিংসে ৭২ রানের পর দ্বিতীয় ইনিংসে তার সংগ্রহ ১১৩ বলে ৮২ রান। এরপর বাকি কাজ সারেন ডুসেন ও বাভুমা।
আগামী বুধবার (১৯ জানুয়ারি) শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২১ ও ২৩ জানুয়ারি।