ঢাকায় আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ

তিন দিনের রাষ্ট্রীয় ঢাকায় সফরে আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী হামজাহ বিন জয়নুদিন।
চলতি মাসের ২৫ তারিখে ঢাকায় আসার কথা রয়েছে তার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করতেই মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।
সফরকালে, ২৬ জানুয়ারি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন হামজাহ । এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।
মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশী বিদেশি শ্রমিক নিয়োগ সংস্থার সঙ্গে একটি অধিবেশনে যোগ দেবেন বলেও জানা গেছে।
সফরকালে বাংলাদেশে অবস্থানরত মালয়েশিয়া অভিবাসীদের সঙ্গে একটি নৈশভোজে যোগ দেবেন তিনি।