ডামিকে মরদেহ ভেবে পুলিশের লঙ্কাকাণ্ড

পোশাকের দোকানে প্রদর্শনীর জন্য সাজিয়ে রাখা পুতুল গুলোকে আমরা ডামি বা ম্যানিকুইন নামেই চিনি। এই ডামিকে মরদেহ ভেবে মালয়েশিয়ান পুলিশের লঙ্কাকাণ্ড। খবর ইউপিআইর।
মালয়েশিয়ার পুলিশ জানিয়েছেন যে, একটি মোটরসাইকেলের দোকানের পিছনে প্লাস্টিকে মোড়ানো একটি মৃতদেহ পড়ে আছে এই খবরে সঙ্গীয় বাহিনী নিয়ে অভিযান চালায় পুলিশ। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে লাশের আদলে সাজানো একটি পোশাক প্রদর্শনীর ডামি দেখতে পায় তারা।
শাহ আলম ডিস্ট্রিক্ট পুলিশকে মঙ্গলবার একটি বাণিজ্যিক এলাকায় প্লাস্টিকের মোড়কে আবৃত নারী মরদেহ পড়ে থাকার খবর দেওয়া হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেলের দোকানের পিছনে প্লাস্টিকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়েছিল তারা।
অভিযানে নেমে পুলিশ এলাকাটি ঘিরে রাখে করে এবং দূর্ঘটনাস্থল পরিষ্কার করে অফিসাররা। এরপর প্লাস্টিকের শীটগুলি সরিয়ে ওর ভেতরে একটি পরিত্যক্ত অবস্থায় ফেলে দেওয়া ডামি দেখতে পায়।
শাহ আলম জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার (এসি) বাহারুদ্দিন মাত তৈয়ব বলেছেন, অপরাধমূলক কাজের কোনো প্রমাণ না থাকায় মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।
জর্জিয়ার জোন্স কাউন্টি শেরিফের অফিস বলেছে যে, ডেপুটিরা গত সপ্তাহে হিচিটি ন্যাশনাল ফরেস্টের একটি মার্কেটের পেছনে মৃতদেহ পড়ে থাকার খবর দিয়েছিল। কিন্তু অনুমিত মৃতদেহটি একটি জীবনের আকারের ডামি ও আনুষাঙ্গিক পরিত্যক্ত জিনিস ছাড়া কিছুই নয়।