গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মটরসাইকেল সংঘর্ষ: নিহত ৮, আহত ২৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও প্রাইভেটকারে বাসের ধাক্কায় ৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার এসআই সিরাজুল ইসলাম।
তিনি জানান, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় রাজিব পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিনজন, মোটরসাইকেলের দুজন ও বাসের দুজন নিহত হন। আহত হন আরো ২৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।