গুগল মিটে বিয়ের আনুষ্ঠানিকতা

বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে অনেক কিছুই বদলে গেছে । করোনা পরিস্থিতির কারণে জুম কিংবা গুগল মিটের মতো মিটিং প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হয়ে উঠেছে ।
করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে অফিসের মিটিং থেকে শুরু করে ক্লাস সবই হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে । বর্তমানে বিয়েও হচ্ছে এসব অনলাইন প্ল্যাটফর্মে ।
ভারতীয় এক গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে বলেছে , ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা সন্দীপন সরকার ও অদিতি দাস আগামী ২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন । করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গে বিয়ের মতো সামাজিক জমায়েতে একশ’র বেশি মানুষের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে । তবে তাদের বিয়েতে নিমন্ত্রিত হয়েছেন ৪৫০ জন।
বিয়েতে নিমন্ত্রিতরা গুগল মিটের মাধ্যমে যোগ দেবেন অনুষ্ঠানে । বিয়ের আগের দিন তাদের অনুষ্ঠানের আইডি ও পাসওয়ার্ড সবাইকে দেওয়া হবে । গুগল মিটেই দেখা যাবে বিয়ের সরাসরি সম্প্রচার । সন্দীপন-অদিতি তাদের অতিথিদের ঠিকানায় ফুড ডেলিভারির মাধ্যমেই খাবার পৌঁছে দেবেন ।
ভারতে এর আগেও অনলাইনে বিয়ের খবর পাওয়া গেছে । নবদম্পতিকে গুগল পে কিংবা ক্রিপ্টো কারেন্সিতে উপহারও দিতে পারবেন তারা।