খাবারের অভাবে আফগান সেনাসদস্যের আত্মহত্যা
গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান । আমেরিকার সমর্থিত সরকারের পতন ঘটার কারণে সেনাবাহিনী , পুলিশ ও সরকারী কর্মকর্তারা পালিয়ে যায় ।
এর ফলে সাবেক সরকারের অধীনে কাজ করা সামরিক বাহিনীর অনেক সদস্য বেকার হয়ে পড়েন । সেনাবাহিনীর সাবেক এক সদস্য হায়াত গুল বেকার হয়ে যাওয়া আত্মহত্যা করেছেন ।
গণমাধ্যম তোলো নিউজ জানিয়েছে , ২০ দিন আগে খোস্ট প্রদেশে হায়াত গুল আত্মহত্যা করেছেন ।
হায়াত গুলের মেয়ে নাসিব নুর বলেন , সকাল ১০ টার দিকে তাকে বাইরে যেতে বলে হায়াত গুল । তারপর ঘরের মধ্যেই তিনি বিষ্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছেন ।
চাকরি হারানো সাবেক সেনা সদস্যদের মধ্যে বেশির ভাগই আর্থিক সংকটে ভুগছেন । কারণ তাদের সব ধরনের আয়ের পথ বন্ধ হয়ে গেছে । অন্যদিকে তালেবান সদস্যদের হাতে নির্যাতনের আশঙ্কায় থাকতে হয় তাদের ।