করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন মারা গেছেন। গত ১৪ দিন যাবৎ তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।
এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, বিআরবি হাসপাতালে ‘দুজন রোগীকে চিকিৎসা দিতে গিয়ে’ করোনায় আক্রান্ত হয় ডা. সাজ্জাদ হোসেন। গত মাসের শেষ দিকে সংক্রমণ ধরা পড়ার পর বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবস্থার অবনতি হলে গত ২৯ মে বিআরবি হাসপাতালে যান ডা. সাজ্জাদ। সেদিনই তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ওই দিন রাতে ডা. সাজ্জাদকে ভেন্টিলেশনে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টায় তিনি মারা যান তিনি।