ইউরোপ প্রবেশের চেষ্টায় লিবিয়ায় পাঁচশ’র বেশি বাংলাদেশি আটক

অবৈধ পথে উপরোপ প্রবেশের চেষ্টায় লিবিয়ায় ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে লিবিয়া পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান।
জানা গেছে, লিবিয়ার রাজধানী ক্রিপোলির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে অবৈধ পথে ইউরোপে প্রবেশ করার প্রস্তুতিকালে তারা আটক হন। এখন বাংলাদেশিদের লিবিয়ার রাজধানী ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
লিবিয়া পুলিশের বরাতে ত্রিপোলির স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর প্রচার করেছে।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর শামীম উজ জামান বলেন, অবৈধ পথে লিবিয়ায় প্রবেশের ফলে তাদের এ অবস্থায় দেশে পাঠানোর পক্রিয়া জটিল। আইনি পক্রিয়া অনুসরণ শেষে তাদের দেশে ফেরত্ পাঠানো হবে। তাদের ফেরত পাঠানোর বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি।