নিজেকে বাঁচতে দুই পুলিশকে হত্যা করে পলাতক মাদক কারবারি

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের দুই এসআইকে গাড়িসহ খাদে ফেলে আসামি পালিয়ে যাওয়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি ‘হত্যাকারী’। তাঁকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
পলাতক আসামি আলমগীর হোসেনের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার বাঁশকানিয়া গ্রামের। ৪২ হাজার ইয়াবা সহ গাড়ি ও ইয়াবা কারবারি আলমগীর হোসেনকে আটক করার পর জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন পুলিশের দুই এসআই ।সংবাদ সম্মেলন শেষে আটক আসামি আলমগীর হোসেন জব্দকৃত গাড়ি চালিয়ে সোনারগাঁ থানায় ফেরার পথে গাড়িটি কৌশলে খাদে ফেলে পালিয়ে যান।
এতে সোনারগাঁ থানার উপপরিদর্শক ও ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম নিহত হন। সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম আহত হয়ে পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন আছে
গত সোমবার(১৭জানুয়ারি)সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁ থানার ওসি (অপারেশন) মাহফুজুর রহমান বলেন, আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চলছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান জানান, আসামি এখনো পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।