আবারো বৃষ্টির হানা

বৃষ্টির হানায় প্রথম দুইদিন ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় দিনে এসে টস হয়। টস হেরে এই দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।
তামিম-সাদমানের ৭৫ রানের দারুণ একটি ওপেনিং জুটি সত্ত্বেও বাংলাদেশ অলআউট হয় ২১১ রানে। জবাব দিতে নামা নিউজিল্যান্ডকেও প্রথম ইনিংসে চাপের মধ্যেই রেখেছিলেন বাংলাদেশি বোলাররা। মাত্র ৮ রানে দুই ওপেনার জিত রাভাল ও টম লাথামকে ফেরান আবু জায়েদ রাহী।
দুই পেসার রাহী ও এবাদতের বলে বাংলাদেশে বেশ দাপটই দেখাচ্ছিল। তবে ওয়েলিংটনে আজ রবিবার ফের হানা দিল বৃষ্টি। নিউজিল্যান্ডের রান তখন দুই উইকেটে ৩৮, তখনও সেশ সেশনে ২৫.১ ওভারের খেলা বাকি।
এ অবস্থায়ই দিনের খেলার পরিসমাপ্তি টানতে হয়। তাই ৮ উইকেট হাতে রেখে ১৭৩ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ড মাঠ ছাড়ে এদিন। তৃতীয় উইকেটে জুটি বাঁধা রস টেলর ১৯ ও কেন উইলিয়ামসন ১০ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে ম্যাচের প্রথম দু’দিন বৃষ্টিতে ভেসে যায়। তৃতীয় দিনে আজ রবিবার ভোররাতে টস হেরে ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। তামিম ইকবাল ও সাদমান ইসলাম ওপেনিং জুটিতে ৭৫ রান করে দারুণ একটা শুরুর আভাস দিচ্ছিলেন। তবে অন্য ব্যাটসম্যানরা সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেননি।
তাই ২১১ রানেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। তামিম করেন ৭৪ রান। এছাড়া লিটন ৩৩, সাদমান ২৭ ও সৌম্য ২০ রান করেন। নেইল ওয়াগনার ৪টি এবং ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট নেন।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে আছে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট আগামী ১৬ মার্চ ক্রাইস্টচার্চে শুরু হবে।