আজ দেশের যে সব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে

ময়মনসিংহ, রংপুর সিলেট বিভাগে আজ শুক্রবার হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভবাবনা রয়েছে। সেই সাথে দেশের অন্যান্য জায়গায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও মধ্যে রাত থেকে ঘন কুয়াশার পরতে পারে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার অধিদপ্তর পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।এ ছাড়া রাজশাহী, পাবনা, নওগাঁ ও কুড়িগ্রামের ঘন কুয়াশার বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমে বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ার আশঙ্কা রয়েছে দিনে বৃষ্টি পাতের ফলে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
নওগাঁ ও তার আশপাশের অঞ্চলের ওপর দিয়ে ঘন শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। লাগাতার এই শীতে বিপর্যস্ত নওগাঁর মানুষের জনজীবন।শীতের মৌসুমজুড়ে নওগাঁ ও এর আশপাশের তাপমাত্রা ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আকাশ পরিষ্কার থাকায় শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেতে পারে।গতকাল নওগাঁয় তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই কমছে তাপমাত্রা। বুধবার এই তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস।