আক্রান্ত পুলিশ সদস্যদের খোঁজ নিচ্ছেন আইজিপি

করোনায় আক্রান্ত পলাতক রোগীদের ধরে আনা, মৃত ব্যাক্তির সৎকার , জানাজাসহ এই ক্রান্তিকালে হাজারো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পুলিশ বাহিনীর সদস্যরা।করোনা বিস্তার রোধে পুলিশকে প্রতিটি কাজেই মানুষের খুব কাছে যেতে হচ্ছে। এভাবেই নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা।
পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার পযর্ন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন কনস্টেবল থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ২১৮ সদস্য। কোয়ারেন্টিনে রয়েছেন ৬৫২ জন ।
আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদ আক্রান্তদের ব্যাক্তিগতভাবে খোঁজ খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি করোনায় মাঠ পর্যায়ে দায়িত্বরত আর সবাইকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া নির্দেশ দিয়েছেন।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ